মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন সিরাজদিখানে সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাসুদ লস্কর
হাবিব হাসান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন
সম্পন্ন হয়েছে। জেলা পরিষদ ১ নং ওয়ার্ড সদস্য
(সিরাজদিখান উপজেলা) নির্বাচিত হয়েছেন মাসুদ লস্কর,
তিনি তালা প্রতীকে ৯২ ভোট পেয়ে সরকারি ভাবে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বৈদ্যুতিক
পাখা প্রতীকে এইচ এম সাইফুল ইসলাম পেয়েছেন ৪০ ভোট,
ঘুড়ি প্রতীকে মীর্জা মোহাম্মদ হায়দার নেকবর ৩৫ ভোট,
টিউব ওয়েল প্রতীকে মোহাম্মদ মান্নান হাওলাদার ১১ ভোট,
হাতি প্রতীকে আলী আহাম্মদ ০৩ ভোট ও অটোরিকসা
প্রতীকে এইচ এম আলমগীর হোসেন ০২ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে এ উপজেলায় (১ নং ওয়ার্ড)
দোয়াত-কলম প্রতীকে ১০৫ ভোট পেয়েছেন হেলেনা ইয়াসমিন,
তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হোসনে আরা ফুটবল প্রতীকে
পেয়েছেন ৫৮ ভোট, মাইক প্রতীকে আঁখি শাহিন পেয়েছেন
১১ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে আছিয়া আক্তার রুমু
পেয়েছেন ০৫ ভোট, হরিণ প্রতীকে নুরজাহান পেয়েছেন ০৪
ভোট। এ উপজেলার ১৪ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮৫
তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করে ১৮৪ জন। সিরাজদিখান
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা
পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। উপজেলা সমাজসেবা
কর্মকর্তা সুমন মধু প্রিজাইডিং অফিসারের দায়িত্ব
পালন করেন। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী
ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসারগন আইন-শৃক্সখলা রক্ষায়
দায়িত্ব পালন করেন।