মুন্সীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ৬ টি থানার বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন

হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাটলক্ষীগঞ্জ এলাকার লঞ্চঘাটে সদর থানার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় একযোগে জেলার ৬ টি থানার বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন করেন সমাবেশের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক প্রবীর কুমার গাঙ্গুলি, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, জেলা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি এ্যাডভোকেট লাবলু মোল্লা।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, কাউন্সিলর মকবুল হোসেন, নারী কাউন্সিলর নার্গিস আক্তারসহ আরো অনেকে।