মুন্সীগঞ্জে সাবেক স্ত্রীর বিরুদ্ধে চুরি ও জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে।

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১

মুন্সীগঞ্জ প্রতিনিধি,

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের আমির হোসেন সিকদার তার সাবেক স্ত্রী পলি আক্তার এর বিরুদ্ধে গাড়ি চুরি ও অবৈধভাবে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন।

অভিযোগকারী আমির হোসেন সিকদার জানান,
গত ১৮আগস্ট (বুধবার) সকাল ৮ঃ৩০ সময় তার সাবেক স্ত্রী উপস্থিত হয়ে তার বাড়ির বাগান বিক্রি করে বাগানের সাতাশ টি মেহগনি গাছ শ্রমিক নিয়ে কাঁটা শুরু করে। তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি অসুস্থার কারনে বাড়ি ছিলেন না এই সুযোগে তার ডিভোর্সি সাবেক স্ত্রী পলি আক্তার এ ঘটনাটি ঘটিয়েছে।
যানা যায়, আমির হোসেন সিকদারের সাথে তার স্ত্রী পলি আক্তার এর ছাড়াছাড়ি (ডিভোর্স) হয় ১২ বছর আগে।
পলি আক্তার আমির হোসেন সিকদার এর প্রয়োজনীয় দলিল, প্রাইভেট কার (গ-২১১৭৬২) স্বর্নালংকার, নগদ টাকা ও ব্যাংক চেক নিয়ে নওগাঁর বেবিট্যাক্সি অটোরিক্সা শ্রমিক এর সাধারণ সম্পাদক আসিক নামের এক ব্যাক্তির সাথে পালিয়ে যায়। যার কারণে আমির হোসেন তার অসৎ চরিত্রের স্ত্রীকে ডিভোর্স দিতে বাধ্য হয়।ডিভোর্সের পর পলি আক্তার আসিকুর জামান আসিক নামের ওই ব্যক্তিকে বিয়ে করে ঘর সংসার করতে থাকে। কিন্ত পলি আক্তার ও আসিক গত ১৮/৮/২০২১ তারিখে হঠাৎ করে পূর্ব রশুনিয়ার আমির হোসেন সিকদারের বাড়িতে এসে তার বাগানের ২৭ টি গাছ যার বাজার মূল্য আনুমানিক (ষাট হাজার টাকা) কেটে ফেলে। এ সময় বাড়ির দেখাশোনার দায়িত্বে লোক বাধা গাছ কাটার নিষেধ করলে অকর্থ্য ভাষায় গালাগালী ও আমির হোসেন সিকদার কে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে পলি আক্তার ও তার সঙ্গে থাকা মাহিন শিকদার, দুলাল হোসেন দুলু শিকদার।
ঢাকায় অবস্থানরত অসুস্থ আমির হোসেন শিকদার ঘটনা জানতে পেরে এ বিষয়ে সিরাজদিখান থানার একটি লিখিত অভিযোগ করেন।

সিরাজদিখান থানায় কর্মরত এস আই নয়ন বলেন, আমির হোসেন সিকদারের সাবেক স্ত্রী জোরপূর্বক ভাবে বাগান বিক্রি করে সাতাষটি গাছ কাটে’ এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়রী করেছে আমির হোসেন সিকদার।
ঘটনাটি তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।




error: Content is protected !!