মুন্সীগঞ্জের শ্রীনগরে আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অভিযোগ উঠেছে।
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জ জেলায় গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক এন্ড ডায়গনিক সেন্টার ক্লিনিক মালিকদের নেই কোনো অভিজ্ঞতা অনেকেরই নেই লাইসেন্স ঢাকা শহরে যেসব ডাক্তারদের নেই কোন কদর তারাই গ্রামমুখী হাসপাতালে এসে রোগীদের নানা হয়রানি ও ভুল চিকিৎসা দিচ্ছে হাতিয়ে নিচ্ছে সহজ সরল গ্রাম মানুষের মোটা অংকের টাকা, এযাবত মুন্সীগঞ্জে অনেকগুলো হাসপাতালে ভুল চিকিৎসায় বেশকিছু রোগী মারা যান কিন্তু নেই কোন আইনের কঠোর ব্যবস্থা, ভুল চিকিৎসা প্রমাণিত হলে নেতাদের শরণাপন্ন হয়ে আপোষ মীমাংসা করে ফেলেন হাসপাতাল কর্তৃপক্ষ নেই কোনো সঠিক বিচার,
এমনই এক অভিযোগ উঠেছে শ্রীনগরের আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত ডাক্তারের চিকিৎসা ত্রুটিতে এক নবজাতকের মৃত্যু খবর পাওয়া গেছে।
রবিবার(৫ আগষ্ট) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ষোলঘর সড়কের পাশে গোল্ডেন সিটির আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এ নবজাতকের মৃত্যু হয়।
জানা যায়, গত শুক্রবার প্রসব বেদনা নিয়ে হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর এলাকার মিম আক্তার(১৮) আমান ক্লিনিক কে এসে ভর্তি হয় এবং ঐ দিন সিজারে মাধ্যমে তার নবজাতকের জন্ম হয়। ঘটনার দিন রাতে মিম আক্তার তার সন্তান কে মৃত্যু অবস্থায় দেখতে পান।
ভুক্তভোগী মা মীম আকতার অভিযোগ করে বলেন, আমার শিশুকে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে বরং নার্স সেবা দিয়ে যাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত সেবা না দেয়ায় আমার সন্তানের মৃত্যু হয়েছে।
আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বে থাকা গাজী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের অসর্তকতার কারনে নবজাতকের মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রেজাউল হক বলেন, ঘটনার বিষয়ে যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে