মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমিত পরিসরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ আগস্ট বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সকাল ৯ টায় শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। ৭২ তম জন্মদিন উপলক্ষে প্রশাসনের পক্ষ হতে সকাল ১০ টায় প্রায় ২শতাধিক গাছের চারা (বৃক্ষরোপণ) করা হয়েছে। বেলা ১২ টায় উপজেলা জামে মসজিদে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি সুবীদ কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কল্লাণ কুমার সরকার, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার।
উক্ত আলোচনায় জুম কনফারেন্সে অংশগ্রহণ করেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।




error: Content is protected !!