মুন্সীগঞ্জের সিরাজদিখানে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ।

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ থেকে,

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আক্তামুন লিন্নাছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, উপজেলা কৃষি অফিসার কল্যাণ কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই,সহকারি মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল,বালুচর ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সহ আরো অনেকে। ২৮ শে আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ চলবে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ, মাইকিং করা হচ্ছে। মৎস্য খামারিদের নানা পরমর্শ ও প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায়, চায়না চাঁই, কারেন্ট জাল ও খালে বিলে ভেসাল জালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট এ সপ্তাহ থেকে চলমান থাকবে




error: Content is protected !!