মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম শুরু।

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার বয়রাগাদী, মালখানগর, মধ্যপাড়া, জৈনসার, রশুনিয়া, ইছাপুরা, কোলা, বালুচর, লতব্দী এই ৯টি ইউনিয়নে একযোগে টিকাদান কার্যক্রম করা হয়।

সকালে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকাদান কেন্দ্র পরির্দশন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

এসময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউপির চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ঢালী মো. শহিদুল ইসলাম শহিদসহ আরো অনেকে।

সকাল থেকে ৯টি ইউনিয়নের টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণের জন্য প্রচুর সমাগম দেখা গেছে। মঙ্গলবার উপজেলার ৯ টি ইউনিয়নে ৫হাজার ৪শ জনকে টিকা দেওয়া হয়। আগামীকাল বুধবার ৫টি ইউনিয়নে ৩হাজার জনকে দেওয়া হবে।




error: Content is protected !!