মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ । উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এতে রাসেল বেপারী(৩৪) কে মোবাইল চুরির দায়ে বিবাদী করে সিরাজদিখান থানায় অভিযোগ করা হয়েছে।
গতকাল সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার জৈনসার ইউনিয়নের ২ নং ওয়ার্ড খিলগাও মৃত মতিউর রহমান শেখ এর ছেলে মোঃ শ্যামল (৪০) এর বাড়ি থেকে একটি স্মার্ট ফোন চুরি করে মৃত বারেক বেপারীর ছেলে মোঃ রাসেল (৩৪) কে পালিয়ে যেতে দেখে শ্যামল ও স্থানীয় লোকজন তাকে দারাতে বললে সে কারো কোন কথা না শুনে দৌড়ে তার ঘরের ভীতর চলে যায়।
ভুক্তভোগী মোঃশ্যামল বলেন,আমি আমার ছোট ভাই সুজন ও এক খালাতো ভাই বাড়ির পাশের পুকুরের ঘাটলায় বসে কথা বলছিলাম। ঠিক তখনই রাসেল আমার ঘরের বিছানার উপরে রাখা মোবাইলটি জানালা দিয়ে নিয়ে পালিয়ে যেতে শুরু করেন।সে সময় আমার ছোট ভাই তাকে দেখতে পায় মোবাইলটা নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন আমাকে বলেন এবং সাথে সাথে চোর চোর বলে চিৎকার দিয়ে তার পিছু ছুটি আমাদের চিৎকার শুনে সাথে সাথে গ্রামের আরো লোকজন তার পিছু ছুটে এবং সে দৌড়ে তার ঘরে চলে যায়। পরবর্তীতে সে ঘর থেকে একটি চাপাতি নিয়ে বের হয় এবং আমাকে আঘাত করতে আসলে এলাকার লোকজন তাকে ধরেন। আমি রাসেলের নামে মোবাইল চুরির দায়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। পরবর্তীতে আমি সহ এলাকার বেশ কয়েকজনকে বিবাদী করে আমার করা মামলার পরিপ্রেক্ষিতে তার বউকে জড়িয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেন । রাসেল এলাকায় মাদকসেবী সে এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে চুরি করেন ইতিপূর্বে তাকে বেশ কয়েকবার সর্তক করা হয়েছে। তাতে তার কোন প্রকার পরিবর্তন না হয়ে পূর্বের ন্যায় এবার ও চুরি করতে এসে ধরা পরেন। আর সেই চুরির ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্য আমি সহ এলাকার বেশ কয়েকজনের নামে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন ।আমি বিভিন্ন লোকের মাধ্যমে শুনতে পেয়েছি।
এবিষয় জৈনসার ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃদ্বীন ইসলাম বলেন,আমি বিকালে আমার ঘরে শুয়েছিলাম তখন শ্যামল ও এলাকার লোকজন মিলে রাসেলের ঘরের সামনে গিয়ে রাসেল চিৎকার চেঁচামেচি করছেন। সে চিৎকার শুনে সেখানে গিয়ে শুনি রাসেল নাকি শ্যামলের মোবাইল ফোন চুরি করেছেন।সেজন্য তারা রাসেলকে ডাকাডাকি করছেন কিছুক্ষণ পর রাসেল তার ঘর থেকে একটি চাপাতি নিয়ে শ্যামল কে মারার উদ্দেশ্যে আসেন। আমি সাথে সাথে উভয়পক্ষকে দুই দিকে সরিয়ে দেই এবং রাসেলের হাত থেকে চাপাটি সরিয়ে ফেলি।
এই বিষয়ে মোঃ রাসেল বেপারী বলেন,পূর্ব শত্রুতা ও আমার স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণে আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।আমি কোন কারো মোবাইল চুরি করিনি এটা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট।
এ বিষয়ে ইউপি সদস্য আবুল হোসেন বলেন, গত ২মাস আগে একটি মারামারির ঘটনায় আমরা স্থানীয়ভাবে বসে মীমাংসা করেছিলাম।তবে আবার শ্যামলের সাথে রাসেলের মারামারি হয়েছে বিষয়টি জানতে পেরেছি।
এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, উভয় পক্ষ অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।