মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাপানি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি ভাবে বিনা খরচে দক্ষ শ্রমিক জাপান যাওয়ার জন্য দক্ষতা অর্জন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। ২৪ জানুয়ারি রোববার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে সামাইরা ল্যাংগুয়েজ ইনস্টিটিউটের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সামাইরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম পুলকের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপ পরিচালক জনশক্তি ও কর্মসমস্থান প্রশিক্ষণ ব্যুর ( বি এম ই টি, মুন্সিগঞ্জ) মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি মহিউদ্দিন আহমেদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেল চাকলাদার ও রাখি রায়। এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানি প্রতিনিধি দলের শিক্ষক হারুয়ে জামান, সামিরা ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সাঈদ হোসাইন, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক সামছুল হক, লতব্দী ইউনয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী, সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী, সিরাজদিখান উপজেলা যুবলীগ সদস্য, সাইফুল ইসলাম দিপু, সদস্য তৌহিদ খান সম্রাট, ইছাপুরা ইউনয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, জেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি শামিম সিকদার, ফরহাদ আহমেদ, মিজানুর রহমান মোল্লা প্রমুখ।




error: Content is protected !!