মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঁদেরহাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়ন চাঁদের হাট আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।সিরাজদিখান উপজেলার জৈনসার কাঠালতলী মিলনায়তনে গত ২১-২-২০২১ তারিখে শনিবার সন্ধ্যা ৭ টায় চাঁদেরহাট কর্তৃক আয়োজিত ব্যাট মিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন তারা হল মধ্যপাড়া শেখ বাড়ি বনাম বন্ধুমহল কাঠালতলী, উৎসবমুখর পরিবেশে মাঠে কানায় কানায় প্রচুর দশকের উপস্থিত লক্ষ করা যায,অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আঃলীগের শ্রমবিষয়ক সম্পাদক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাজী মোঃ শামসুল হক, শুভেচ্ছা বক্তা হিসেবে ছিলেন বিক্রমপুর চাঁদের হাটের প্রতিষ্ঠাতা সভাপতি কলম সৈনিক মোঃ এমদাদুল হক পলাশ।মধ্যপাড়া শেখ বাড়ি কে হারিয়ে বন্ধুমহল কাঠালতলী জয় লাভ করে প্রথম পুরস্কার গ্রহণ করেন, পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ রফিকুল ইসলাম দুদু।
বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন লাবুর সভাপতিত্বে ও সাবেক মেম্বার তৌহিদুজ্জামান টিটুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা এডঃ ইসলাম শেখ, বাবু সুমন্ত সরকার, শামীম শিকদার, গোলাম মোস্তফা সেন্ট,রতন হালদার, আওলাদ হোসেন মেম্বার, হারুন বেপারী, শাকিল মৃধা, সৈকত ইসলাম হিমু, রাসেল মৃধা। অভিজ্ঞ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রেজাউল করিম জিএম ও ফয়সাল আহমেদ।




error: Content is protected !!