মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভিজিডি কার্ড ও খাদ্যশস্য বিতরণ ২০২১-২০২২
হাবিব হাসান মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার এর মাধ্যমে ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকার ভোগীদের মধ্যে ভিজিটিং কার্ড ও খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।
উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভুবনে ১ মার্চ সোমবার বেলা ১১ টায় ২০২১-২০২২ চক্রের ভিজিডি উপকার ভোগীদের মধ্যে ভিজিটিং কার্ড ও খাদ্য শস্য প্রতি বস্তায় ৩০ কেজি করে বিতরণ করা হয়েছে ১৩৫ জন ভিজিডি কার্ডধারী উপকার ভোগীদের মাঝে।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন চোকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্ত পাল,ইউনিয়ন পরিষদের সচিব অরুপ নারায়ন দত্তের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ পাপ্পু চোকদার,উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ রাসেল শেখ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য হোসনে আরা, উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি নাদিম হায়দার, আনিসুর রহমান সহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এর ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে, মাদকমুক্ত সমাজ গড়তে হবে ,সুশিক্ষিত পরিবার গঠন করতে হবে, ছেলে মেয়েকে সু শিক্ষায় শিক্ষিত করতে পারলে একটি পরিবার স্বচ্ছভাবে চলতে পারবে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল উপস্থিত উপকার ভোগীদের সু পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন।রশুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, জননেত্রী শেখ হাসিনা সব সময় অসহায় গরীব দুঃখীদের মাঝে পাশে ছিলেন আছেন থাকবেন, আপনারা যখন সরকারিভাবে যেই সুযোগ সুবিধা পান তা কাজে লাগাবেন, আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সুখে দুখে আছি ছিলাম এবং ভবিষ্যতে যাতে থাকতে পারি, মাদকমুক্ত ,বাল্যবিবাহ, টেন্ডারবাজি, চাঁদাবাজি ,ভূমিদস্যু, সবকিছু থেকেই আমার রশুনীয়া ইউনিয়ন কে পরিছন্নতায় রেখেছি।