মোংলার পশুর নদীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৫০ ড্রাম চোরাই ডিজেল আটক।

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২০

মোঃমাসুদ পারভেজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

মোংলার পশুর নদীতে অভিযান পরিচালনা করে ট্রলারসহ ৫০ ড্রাম চোরাই ডিজেল আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর।

কোস্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১ টায় মোংলার পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল এলাকায় নিয়মিত টহল দানের সময় তেলের ড্রাম ভর্তি একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ট্রলারে থাকা লোকজনকে হ্যান্ড মাইক দিয়ে ট্রলার থামানোর নির্দেশ দেয় কোস্টগার্ড।এসময় কোস্টগার্ড সদস্যদের দেখে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায় ওই ট্রলারে থাকা লোকজন।পরে ট্রলারে তল্লাশী করে ৫০ ড্রাম চোরাই ডিজেল জব্দ করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ডিজেল পাচারকারীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। জব্দকৃত ট্রলার ও চোরাই ডিজেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

এদিকে কোস্টগার্ডের অভিযানে আটক ট্রলার ভর্তি ৫০ ড্রাম ডিজেল রাতেই থানায় স্থানান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।




error: Content is protected !!