মোংলায় সৌদিআরবের সাথে মিল রেখে ঈদ-উল-আজহা পালিত।

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২২

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

সৌদিআরবের সাথে মিল রেখে বাগেরহাটের মোংলায়ও ঈদুল আজহা উদযাপিত হয়েছে।শনিবার (৯ ই জুলাই) সকাল সাড়ে ৭টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 

নামাজে ইমামতি করেন মসজিদটির ইমাম ও খতিব মোঃ বেল্লাল সরদার। নামাজ ও খুতবা শেষে তিনি বলেন, সৌদিসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে মিল রেখে বিগত বছরগুলোর মত এবারও আমরা কয়েক গ্রামের মানুষ উদুল আজহা উদযাপন করছি। ঈদের নামাজ শেষে যে যার সাধ্যমত পশু কুরবানী করছেন।

মুলত দীর্ঘ একযুগের বেশি সময় ধরে সুন্দরবন ইউনিয়নের চটেরহাট, ঢালীরখন্ড, সোনাডাঙ্গা, ঠোটারডাঙ্গা ও দুয়ারীজারা গ্রামের শতাধিক পরিবার সৌদিআরবের সাথে মিল রেখে ঈদুল ফেতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। নামাজ শেষে পশু কুরবানী করেন মুসল্লিরা।

ঢালীরখন্ড গ্রামের বাসিন্দা কুদ্দুস ইজারদার বলেন, আমরা কয়েক গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করে যে যার সাধ্যমত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানী দিয়েছি। আমি নিজেও একটি ছাগল কোরবানী দিয়েছি।




error: Content is protected !!