মৌলভীবাজারে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার।

মৌলভীবাজার জেলায় এখন প্রতিনিয়তই বেড়ে চলেছে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা। তবে চলমান এমন পরিস্থিতিতেও জেলা জুড়ে দৃশ্যমান হচ্ছেনা করোনাকালীন সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি।স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি মানাতে আগের মত নেওয়া হচ্ছেনা কঠোর কোনো প্রদক্ষেপ।গেল এক সপ্তাহের পরিসংখ্যনে দেখা যায় প্রতিদিনই সনাক্তের হাড় বাড়ছে। ঘরে ঘরে মানুষের জ্বর,সর্দি ও কাশি রয়েছে। রয়েছে গলাব্যথা, মাথাব্যথা।এ ধরনের রোগীদের করোনা টেস্ট করালেই পজিটিভ আসছে।কিন্তু অনীহার কারণে অধিকাংশ মানুষ টেস্ট করাতে যাচ্ছেন না। উপসর্গ থাকলেও শনাক্ত না হওয়ায় করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। প্রবাসী ও পর্যটন সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।গত ২৪ ঘন্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন মৌলভীবাজার কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৪৩ জনের নমুনা পরীক্ষায় পাঠালে এর মধ্যে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে।নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪৯.৮ শতাংশ। মৌলভীবাজার জেলায় নতুন করে আবারও বেড়ে চলেছে করোনা আক্রান্তের পরিসংখ্যান।নতুন শনাক্ত ২৪৩ জনের মধ্যে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২১ জনের।
সদরে ১৬ জন, রাজনগর ৫ জন, কুলাউড়া ৩৬ জন, বড়লেখায় ১৮ জন, কমলগঞ্জে ৬ জন, শ্রীমঙ্গল ৩ জন, জুড়ী ৫ জন, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৩২ জন,জেলায় মোট শনাক্ত হয়েছে ১২১ জন। জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, নতুন ১২১ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৪২ জন।সুস্থ হয়েছেন ৭ হাজার ৫১৪ জন।সরকারি হিসেবে মারা গেছেন ৭২ জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা শতাধিক।




error: Content is protected !!