যশোরে বাবার ৩দিন পর ছেলের মৃত্যু দাফনে খেদমতে খলক্ব,এমপি আফিলের শোক

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

আবদুল্লাহ আল মামুন,খুলনা বিভাগীয় প্রতিনিধি

যশোর জেলার শার্শার নাভারনে বাবার
মৃত্যুর ৩দিন পরেই ছেলের মৃত্যু ।

সাবেক শিক্ষক আব্দুস সামাদের পুত্র আব্দুল্লাহ আল মামুন (৪২)গভীর রাতে মৃত্যুর সংবাদ শুনেই পৌঁছে যায় খেদমতে খলক ফাউন্ডেশন এবং তার গোসল কাফন- দাফনের সার্বিক দায়িত্ব কাঁধে তুলে নেয় খেদমতে খলক্ব ফাউন্ডেশন।

বাবা পর ছেলের মৃত্যুতে এমপি আফিল উদ্দিন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

টিম সমন্বয়কারী মাওলানা মাহমুদ এর নেতৃত্বে ছয় সদস্যের কাফন দাফন টিম সেখানে পৌঁছে এবং তাকে যথাযথ নিয়ম স্বাস্থ্যবিধি মেনে গোসল কাফন দাফন সম্পন্ন করে।

এছাড়াও অন্যান্যের মধ্যে নাহিদ রেজাউল মোজাম্মেল বাবু টিমের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায় খুলনা বিভাগের 63 থানাতেই করোনা বা করোনা উপসর্গ বা যেকোন মৃত্যুতেই স্বেচ্ছায় কাফন দাফনের দায়িত্বভার কাঁধে তুলে নিচ্ছে খেদমতে খলক ফাউন্ডেশন ।




error: Content is protected !!