রাজবাড়ীতে এমপি জিল্লুল হাকিমের ঈদ উপহার সামগ্রী পেল ১২ হাজার পরিবার

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ১২, ২০২১

মিঠুন গোস্বামী, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা,কালুখালী বালিয়াকান্দি উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ ১২হাজার দুঃস্থ গরীব অসহায় পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দিয়েছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীর।

বুধবার (১২ মে) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে সকাল এগারোটায় সকল ওয়ার্ডের ২০০ শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নারুয়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির কার্য নির্বাহী সদস্য গনি শেখ, ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র গোস্বামী সহ প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী প্রমুখ।

নারুয়া ইউনিয়ন আওয়ামিলীগে সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিম এমপি’র নির্দেশনায় এ ঈদ উপহার সামগ্রী বিতরন কার্যক্রম চলমান থাকবে।সাধারণ মানুষের কথা ভাবেন আমাদের নেতা তাই এই করোনাকালীন সময়ে তিনি ঈদে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিজের ব্যক্তিগত অর্থায়নে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করছেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন বলেন, গত এক সপ্তাহ যাবত পাংশা, কালুখালি ও বালিয়াকান্দি উপজেলার ১২ হাজার অসহায় দুঃস্থ গরীব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।প্রতিটি প্যাকেটে রয়েছে শাড়ী কাপড়, চাউল, ডাল, চিনি ও সেমাই যা কিনা ঈদের দিন প্রতিটি অসহায় পরিবারের উপকারে আসবে।

উল্লেখ্য পাংশা, কালুখালি ও বালিয়াকান্দি উপজেলার প্রায় সকল ইউনিয়নে করোনায় ক্ষতিগ্রস্থ ১২হাজার দুঃস্থ গরীব অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ প্রায় শেষ পর্যায়ে।




error: Content is protected !!