মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাংশা পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলামসহ তার এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজবাড়ী জেলা পুলিশ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. তাজুল ইসলাম (৪০) পাংশা পৌরসভার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম খালাসীর ছেলে এবং পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় তাইজেল বাহিনীর প্রধান। অন্যজন হলেন- মো. হৃদয় মীর (২২)। তিনি পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের আব্দুর রহমান মীরের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চারাখালী গ্রামের পাঞ্জু শিকদারের মেহগনি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় দুইজনের প্যান্টের কোমরে গুলিভর্তি বিদেশি পিস্তল পাওয়া যায়। তাজুল ইসলামের নামে রাজবাড়ীর পাংশা থানায় পাঁচটি এবং হৃদয় মীরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তারা পাংশা-কালুখালী এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ঘায়েল করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
তিনি বলেন, রাজবাড়ী জেলা পুলিশ কাউকে ছাড় দেবে না। যতবড় সন্ত্রাসী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।