রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
রাসেল মোল্লা   রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, মুক্তিযোদ্ধা কেবিন,  অসংক্রামক রোগ নিরাময় (এনসিডিসি) কর্ণার,  সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ও  রোগীর বাচ্চাদের জন্য খেলা ঘর  উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভী ফেরদৌস।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমান উল্লাহ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ডাঃ সেজান,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মশিউর রহমান তারেক, কৃষি বিষয়ক সম্পাদক আরাফাত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ¦ রমজান আলী, আওয়ামীলী নেতা আব্দুল্লাহ আল-মামুন, সামসুউদ্দিন মিয়া, আব্দুর রউফ,  সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল হাই, ইসরাফিল, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রহমত উল্লাহ , রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি সুব্রত চন্দ্র সরকার  প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাসপাতালের নিয়মিত কার্যক্রম পরিচালনা করেই মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী অবহিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযোদ্ধা কেবিন স্থাপন করা হয়েছে।
পরে ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, মুক্তিযোদ্ধা কেবিন,  অসংক্রামক রোগ নিরাময় (এনসিডিসি) কর্ণার,  সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ও ভর্তিকৃত রোগীর বাচ্চাদের জন্য খেলার ঘর  উদ্বোধন করা হয়।



error: Content is protected !!