রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, অর্থ লুট, থানায় অভিযোগ
মোঃ রাসেল মোল্লা
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হরিনা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুড়ও লুটপাট বলে চালিয়েছে অভিযোগ উঠেছে। গত ১৬/১১/২০২২ইং রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় একদল সন্ত্রাসী, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোঃ জয়নাল আবেদীন এর বাড়িতে এই হামলার ঘঠনা ঘটায়।
অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের রুবেল(৩৫) খোরশেদ(৪০) মফিজুল,(৩৮) সর্ব পিতা- আলী হোসেন, মিল্লাত(২৮), পিতা জব্বার আলী, শাহিন(২৪) পিতা- বাছেক মিয়া, বাছেক(৫২), পিতা মৃত আবুল হোসেন, ও তানভির(২০) পিতা- জাহাঙ্গীরদ্বয় সহ আরো অজ্ঞাতনামা আসামী জোট বদ্বভাবে হাতে ধারালো দেশীয় বিভিন্ন অস্ত্র ও পিস্তল নিয়ে জয়নালের বাড়ীতে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাড়িতে থাকা একাধিক ব্যাক্তিকে প্রথমে বিভিন্নভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে জয়নাল ও তার ভাগিনা নাঈমের ঘরের আলমারী ভেঙ্গে নগদ প্রায় ১৪, ৫০,০০০/-(চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়। তাছাড়া বাড়িতে থাকা ঘরসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। সন্ত্রাসীদের বাধা দিলে আত্নীয়সহ বাড়ীতে থাকা বেশ কয়েকজনকে রক্তাক্ত ও জখম করে। পরে তাদের আহত অবস্থায় স্থানীয় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এস আই কাজল বর্মনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি ঘঠনাস্থল পরিদর্শন করেছি। ঘঠনার সত্যতা পেয়েছি। তবে স্থানীয় গন্যমান্য ও ইউপি সদস্য বিষয়টি স্থানীয় মিমাংশার চেষ্টা করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।