রূপগঞ্জে যুবলীগনেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট \ আহত ১৫\ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৩
মোঃ রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঃ নারয়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ভূলতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামের মালিকানাধীন মুইরাবো এলাকার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সন্ত্রাাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ১৫ জন  গুরুতর আহত হয়। এ ঘটনায় ২২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত ও পূর্ব শত্রæতায় দীর্ঘদিন ধরে ভূলতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামের সঙ্গে মুইরাবো এলাকার শামীম ওসমান রাজুর সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত ৩ মার্চ শুক্রবার রাত পৌনে ১১ টায় ৩০/৩২ সদস্যের একদল সন্ত্রাসী  ছুরি, রামদা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরে সাইফুল ইসলামের উপর হামলা চালায়। তার ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। হামলাকারীরা নগদ টাকা, রঙিন টেলিভিশন, মোবাইল ফোনসেট, সাইফুল ইসলামের বোনের গলার ও কানের স্বর্ণালংকারসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় রূপগঞ্জ উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪২), তার বড় ভাই মকবুল হোসেন (৫৫), বড় বোন পারভীন আক্তার (৪৮), ভাগিনা ও ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (২৭), ভাতিজা ও ভুলতা ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদল মিয়া (৩৩), ভাতিজা ও ভূলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া (২৮) আসাদ উল্লাহ ( ৪৫), আহত হয়। আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাইফুল ইসলাম ও আবুল কালামের অবস্থা আশংকাজনক।
 এ ব্যাপারে সাইফুল ইসলামের ভাতিজা মুরাদ হোসেন বাদী হয়ে মুইরাবো গ্রামের শামীম ওসমান রাজু(৩৩),মেহেদী (২০), বায়েজিদ (২৩), ওমর ফারুক (২৮), রবিউল (৩৫), আব্দরু রব (৪০) ও শান্ত (২০)সহ ২২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী কওে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।



error: Content is protected !!