রবিউল ইসলাম সুইট, হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনাজপুরের হিলিতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম।