লালমোহন কর্তারহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর-লুটপাটের অভিযোগ
লালমোহন (ভোলা)প্রতিনিধিঃ
লালমোহন উপজেলার কর্তার হাটে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট-পাটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানাযায়, কর্তার হাট বাজারের উত্তর মাথায় ঘর মালিক ইকবাল, আকতার হোসেন ও আঃ রবের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, একই এলাকার মোঃ নুরনবী।
শনিবার দুপুর দেড়টার সময় সবাই জখন মসজিদে নামাজ পড়তে যায় তখনি একই এলাকার জাফর, শাহাদত, মোসলে উদ্দিন, নাহিদ,রিপন, জামালসহ ১৪/১৫ জনের ক্যাডার বাহিনী নুরনবীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। দোকানের মালিক মোঃ নুরনবী জানান, ঘটনার সময় উল্লেখিত ক্যাডাররা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ভাংচুর করে এবং মালামাল ও নগদ টাকা লুটপাট করে। এ সময় তার ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২৭ হাজার টাকা নিয়ে যায় ক্যাডাররা। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘরের মালিক আকতার হোসেন জানান, ঘরটি মাসুম বিল্লাহর কাছ থেকে আমরা ৩জন মিলে ক্রয় করি। ওই ঘরটি মাসুম বিল্লাহর ওয়ারিশরা দখল করার জন্য আমাদের ভাড়াটিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটায়।