লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ঘর নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোসা. জোসনা বেগমের লালমোহন মৌজার, এসএ খতিয়ান ২১৮ এর ২৮৪৮ দাগের ১২ শতাংশ জমি রয়েছে। যা একই এলাকার ইসমাইল, শহিদ, সেলামত, আলমগীর, নূরে আলম ও জাহের উদ্দিন গংরা জোরপূবর্ক দখলের চেষ্টা করে। এজন্য জোসনা বেগম কোর্টে একটি মামলা দায়ের করেন। যার নং: এমপি ৩৮৮/২০২০ (লাল), ধারা-১৪৪/১৪৫ ফৌজদারী কার্যবিধি। যে মামলায় ওই জমি সংক্রান্ত বিরোধ না মেটা পর্যন্ত সকল ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। ওই নিষেধাজ্ঞার কপি লালমোহন থানায় আসার পর এএসআই লিটন হাওলাদার তাদের ২০২০ ইং সালের ২৫ ডিসেম্বর নোটিশ প্রদান করে যার যার অবস্থানে থাকার নির্দেশ দেন। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমি পাকা ঘর নিমার্ণ করছেন বিবাদী আলমগীর। জোসনা বেগম এলাকায় অসহায় হওয়ায় তাদের বাধা দিতে পারছেন না। যার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।