লালমোহনে ইউপি সদস্যের নেতৃত্বে অসহায় পরিবারের ঘর দখল করতে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলা
লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বসত ঘর দখল করতে সন্ত্রাসী হামলা চালিয়ে এক অসহায় পরিবারের ঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের খা বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।ইউপি সদস্যের নেতৃত্বাধীন সন্ত্রাসী হামলাকালে দেশীয় অস্ত্র নিয়ে ওই ঘরে থাকা মহিলাদের পিটিয়ে আহত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৩ জন। এরা হলেন, রাশেদা বেগম, সুমাইয়া ও ময়না বিবি। শনিবার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে খা বাড়িতে মোস্তফা নামে এক ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ঘর উত্তোলন করা হয়। এ ঘর উত্তোলনকালে সেখানের ফিরোজা খাতুনের লোকজন বাধা দেয়। ফিরোজার পক্ষ নিয়ে ইউপি সদস্য মোকসেদ মেম্বারের লোকজন মোস্তফার লোকজনদের মারপিট করে ঘরে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করে। এ ব্যাপারে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।