লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা কৃষক লীগ ও লালমোহন বাজার আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির
সভাপতি মো. মোখলেছ বকশীকে হত্যা চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার বিষয়ে
বিস্তারিত তুলে ধরেন মোখলেছ বকশী।
এ সময় তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর মাগরিবের পর লালমোহন পৌরশহরের ১১ নম্বর
ওয়ার্ডে অব¯ি’ত নিজ বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওয়ানা দেই। এ সময়
রাস্তার ওপর একদল সন্ত্রাসী পেছন থেকে আমার মাথায় আঘাত করে। আঘাতের কারণে জ্ঞান
হারিয়ে ফেলি।
কৃষক লীগ সভাপতি মোখলেছ বকশী জানান, ওই হামলার পর দুই সপ্তাহের চিকিৎসা শেষে
বাড়ি ফিরেছি। বাড়িতে এসে আমাকে অজ্ঞান অব¯’ায় উদ্ধারকারীদের কাছ থেকে জানতে
পারি- হামলাকারীরা আমাকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মাঝখানে ফেলে রেখে
ছাতা দিয়ে মুখ ঢেকে রাখে। যাতে করে ব্যস্ত সড়কে যানবাহনের চাপায় পিষ্ট হয়ে হামলার
ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হয়। হামলাকারীদের মূল উদ্দেশ্য ছিল আমার মৃত্যু নিশ্চিত
করা।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান- রাজনৈতিক, ব্যবসায়ীক অথবা জমি-জমা
সংক্রান্ত বিষয়ে অনেকের সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে। তবে কেনো আমার ওপর এ
হামলা করা হয়েছে তা সঠিক জানা নেই। তবে এখন আমি মামলার প্র¯‘তি নি”িছ। এতে
ন্যায় বিচার পেতে সকলের সহযোগিতা কামনা করছি।