লালমোহনে শিশুর হত্যাকারী সন্দেহে চার আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
লালমোহন( ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে মো. রায়হান নামে ১০ বছরের এক শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাদের আদালতে পাঠানোর পর এ রিমান্ড আবেদন করে লালমোহন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি এসএম মাহবুব উল আলম।
তিনি বলেন, ২০২১ সালের ১২ অক্টোবর খেলতে গিয়ে নিখোঁজ হয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. রাশেদ ও ঝর্ণা বেগম দম্পত্তির ছেলে মো. রায়হান। এ ঘটনার পর দিন লালমোহন থানায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। এর কয়েক মাস পর ২০২২ সালের ২৭ মার্চ বিকালে শিশু রায়হানের বাড়ির দুইশত গজ দূরের একটি জোড়াখালের মধ্যে মাথার খুলি দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই জোড়াখালে তল্লাশি চালিয়ে হাড়, দাঁতের চোয়ালসহ শরীরের আরও কিছু অংশ উদ্ধার করেন। তখন এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
ওসি এসএম মাহবুব উল আলম বলেন, উদ্ধারকৃত আলামতের মধ্যে মাঝার বেল্ট নিজেদের নিখোঁজ সন্তান রায়হানের বলে ওই সময় দাবি করেন মো. রাশেদ ও মোসা. ঝর্ণা বেগম। পরিবারের দাবির ভিত্তিতে



error: Content is protected !!