লালমোহনে ২৫শে মার্চ রাতের গণহত্যার দূর্লভ স্থিরচিত্র ও একক চিত্র প্রদর্শণী

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২১

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে ২৫শে মার্চ রাতের গণহত্যার দূর্লভ স্থিরচিত্র ও একক চিত্র প্রদর্শণী উদ্ধোধন করা হয়েছে। ২৫ মার্চ ২০২১ ইং বিকাল ৫টায় লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ গণহত্যার দূর্লভ স্থিরচিত্র ও শিল্পী বিকাশ মজুমদারের একক চিত্র প্রদর্শণীর উদ্ধোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। উদ্ধোধন অনুষ্ঠানের পর এমপি শাওন গণহত্যার দূর্লভ স্থিরচিত্র ও একক প্রদর্শণী পরিদর্শন করেন।এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন বলেন নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে সংঘঠিত সঠিক ঘটনা সকলকে তুলে ধরতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা মুক্তিযোদ্বা ডেপুটি কমান্ডার শাহাজাহান মিয়া, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানটি আয়োজন করেন লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি।




error: Content is protected !!