লিও ক্লাব অব ভৈরব এরিস্ট্রোক্রেটএর সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত 

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২
তানজিল সরকারঃ কিশোরগঞ্জ ভৈরব প্রতিনিধি।
মানবতার সেবায় আন্তজার্তিক  সেবা সংগঠন ৩১৫ বি ১ লায়ন্স ক্লাব  অব ঢাকা এরিস্ট্রোক্রেট  এর স্পন্সরকৃত লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট এর সার্ভিস প্রোগ্রাম ফ্রী মেডিকেল চেকআপ অনুষ্ঠিত হয় ভৈরব কমলপুর নিউটাউন অবস্থিত মেডিল্যাব জেনারেল হাসপাতালে । ডাঃ কে এন এম জাহাংগীর আলম এর সহযোগিতায় ফ্রী ব্লাড টেস্ট, ডাইবেটিস টেস্ট, ইউরিন টেস্ট, সীজার রোগী ভিজিট এবং বিভিন্ন টেস্ট করা হয়। এতে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট এর  চার্টাড প্রেসিডেন্ট লিও শিফা ইস্তেগার জিনিয়া, তিনি বলেন লিও ক্লাব অব ভৈরব এরিস্টোক্রেট সব সময় কাজ করে সমাজের অসহায় ও অবহেলিত মানুষের জন্যে। আগামীতে ও এইরকম প্রোগ্রাম অবহ্যত থাকবে৷ এতে আরো উপস্থিত ছিলেন চার্টাড  ,ভাইস প্রেসিডেন্ট লিও শাতিল খান,ভাইস প্রেসিডেন্ট লিও নাজমুল, চার্টাড সেক্রেটারি  গোলাম মোহাম্মদ সাবাব, জয়েন্ট সেক্রেটারি লিও মারুফ, জয়েন্ট সেক্রেটারি লিও সাইম আহমেদ, জয়েন্ট সেক্রেটারি লিও শামীম আহমেদ, এবং চার্টাড  ট্রেজারার লিও গোলাম মোহাম্মদ সাওকি জয়েন্ট ট্রেজারার, লিও আবু ইউসুফ  , টেইল টুইস্টার লিও শামসুল হক মামুন, টেমার রিফাত আদনান, আইটি সাপোর্ট কো অডিনেটর লিও তানজিল সরকার এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।



error: Content is protected !!