শরণখোলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক গৃহবধূ নিহত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের শরণখোলায় মেয়েকে এগিয়ে দিতে গিয়ে দ্রুতগামী একটি মটর সাইকেলের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর (বুধবার) বিকালে শরণখোলা – মোড়েলগন্জ আঞ্চলিক মহাসড়কের ধানসাগর ইউনিয়নের কাঠের পুল এলাকায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিহত গৃহবধূ উপজেলার দক্ষিন বাঁধাল গ্রামের বাসিন্ধা কৃষক আব্দুল হাকিম হাওলাদারের স্ত্রী।

নিহতের বোনের ছেলে তাইজুল ইসলাম জানান, আকলিমা বেগম বুধবার বিকালে তার ছোট মেয়ে শারমিনকে তার শশুর বাড়ির উদ্দ্যেশে এগিয়ে দেয়ার জন্য বাড়ি থেকে মেয়ের সাথে আঞ্চলিক মহাসড়কের কাঠের পুল এলাকায় যায়।

কিন্তু শরণখোলা উদ্দেশ্যে আসা রায়েন্দা বাজার এলাকার বাসিন্ধা দেলোয়ার হোসেনের ছেলে মো. সাগরের একটি দ্রুতগামী মটর সাইকেল পিছন থেকে তাকে স্বজোরে ধাক্কা দিলে পাঁকা রাস্তার উপর পড়ে এবং মাথা থেতলে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে জানায়।

এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: তরিকুল ইসলাম বলেন, ওই গৃহবধুর মাথায় প্রচন্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় তার মৃত্যু ঘটে ।

এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, মটর সাইকেল দুর্ঘটনায় ওই গৃহবধু মারা গেছেন। তবে, মটর সাইকেল চালক হাসপাতালে ভর্তি আছে এবং ময়না তদন্ত শেষে নিহত গৃহবধুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




error: Content is protected !!