শার্শায় অসহায় পরিবারের বসতবাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২
শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শার পল্লীতে মোঃ আবু হোসেন নামের এক দিন মুজুর ও অসহায় পরিবারের বসত বাড়ি ভেঙ্গে দখলি সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাড়ের কায়বা গ্রামে। এ ঘটনায় এলাকার বাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ব্যাপক সংঘর্ষের আশংকা করছেন এলাকা বাসী। এতে করে এলাকা বাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ আবু হোসেন দীর্ঘ দিন ধরে দখলি সম্পত্তি হিসাবে পাড়ের কায়বা মৌজায় ৪৯৮০ ও ৪৯৮২ দাগের ৬৭ শতক জমি ভোগ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন। সম্প্রতি একই উপজেলার রদ্রপুর গ্রামের আয়ূব আলীর ছেলে আব্দুল খালেক ও পাড়ের কায়বা গ্রমের মৃত মোসারাফ হোসেনের ছেলে নাজমুল হাসান এম এর নেতৃত্বে একই গ্রামের রফিকুলের ছেলে ইব্রাহিম, হামিদ অবঃ বিডিয়ারের ছেলে জাহাঙ্গীর, গফ্ফারের ছেলে আরিফ, আফিল উদ্দিনের ছেলে চঞ্চল, পাচঁ কায়বা রমজান কালুর ছেলে মিলন, রফিকুল ইসলাম নুনুর ছেলে মিকাইল, রউফের ছেলে আব্দুল্লাহ সহ জিম, সুজন, সাগর ও হাফিজুল আবু হোসেনের বসত বাড়িতে এসে হামলা চালায়। এ সময়  দুর্বৃত্তরা আবু হোসেনের বাড়ি ঘর ভেঙ্গে ঘুড়িয়ে দেয়। একই সাথে দূর্বৃত্তরা আবু হোসেনের দখলি সম্পত্তি জবর দখল করতে ব্যাপক সন্ত্রাসী তান্ডব চালিয়ে আবু হোসেনকে প্রান নাশের হুমকি দিয়ে ঘটনা স্থান ত্যাগ করে। এলাকার চিহ্নিত এ সকল সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় প্রানের ভয়ে আবু হোসেন পরিবার নিয়ে চরম মানবতায় সাথে জীবন জাপন করছে। এতে এলাকা বাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারটির পক্ষে দুর্বৃত্তদের হটাতে এলাকাবাশী একজোট হয়েছে। যেকোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশংকা বিরাজ করছে। এমত অবস্থায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসানের সুদৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, এলাকা বাসী বক্তব্যে ও কাগজ পত্র দেখে আমার মনে হলো নাজমুল হাসান এম জমি পাবে, তবে সরকারি জমি কিভাবে রেজিস্ট্রি হল এটা আমার জানা নেই।



error: Content is protected !!