শায়েস্তাগঞ্জ উপজেলায় সিনোফার্ম গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রমের পরিদর্শন করেন জেলা প্রশাসক, ইসরাত জাহান

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় গণটিকার কেন্দ্র পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। জানা যায়, গত ৭ই আগস্ট প্রথম পযার্য়ে সিনোফার্ম গণটিকার ডোজ নিলে ১ মাস পর ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২য় ডোজ সিনোফার্ম গণটিকা দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ মিনহাজুল ইসলাম এক প্রতিনিধিকে জানান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬শ জন ও পূর্ব নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬শ সিনোফার্ম গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। অপরদিকে পূর্ব নোয়াগাঁও ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে গণটিকার কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, ব্রাহ্মণডোরা ইউপি চেয়ারম্যান আদিল মোহাম্মদ জজ মিয়া, নুরপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউপির চেয়ারম্যান মোঃ বুলবুল খান সহ সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#




error: Content is protected !!