শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন অনুষ্ঠিত
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ
হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার
দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারো সাজসজ্জা ভাবে বিদ্যালয় আয়োজনে এসএসসি
-২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল
আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং
সহকারি প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ এর পরিচালনায় বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী , শিক্ষক ,
ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি , শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের উপস্থিতিতে
প্রধান অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল , উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা , সাবেক
পৌর সভা মেয়র মোঃ ছালেক মিয়া , উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী , ইসলামি ব্যাংক শায়েস্তাগঞ্জ
শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম, সাবেক জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার , উপজেলা মডেল
প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
মোঃ মঈনুল হাসান রতন , উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ প্রমূখ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও উপজেলা অনলাইন
প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , মোঃ শিপন মিয়া , মোঃ মছকুদ আলী মেম্বার , মোঃ
মিছবাহ উদ্দিন সহ রাজনৈতিক দলের অসংখ্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন । প্রধান অতিথি এমপি আবু
জাহির বলেন , শিক্ষার্থীদর শুধু ভালো লেখা-পড়া করে ভাল ফলাফল করলেই চলবে না কিন্তু তাঁর ফাঁকে মেধা
বিকাশে খেলাধুলা ও নিজেকে মনোনিবেশ করতে হবে । এখন শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি শিক্ষায় সুশিক্ষিত
হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে । এখন ব্যাগ ভর্তি করে বই কাঁদে নিয়ে আর শিক্ষার্থীরা বিদ্যালয় যেতে হবে
না । সরকার এখন প্রতিটি শিক্ষার্থীদের হাতে ১টি করে ল্যপটপ তুলে দেওয়া হবে । বিদ্যালয়ের শিক্ষার্থীদের
প্রতি সুনজরে রাখতে সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি । যাতে করে কোন শিক্ষার্থী
বিদ্যালয়ে আসার নাম করে কোন খারাপ পথে লিপ্ত হতে না পারে । বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে
আরও বেগ মান করা লক্ষ্য অচিরেই আরো এ বিদ্যালয় ১টি ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণের ঘোষণা দেন তিনি ।
এছাড়া ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়টি সরকারি করণের জন্য সকলকে আশ্বস্ত করেন । পুনরায় চতুর্থ
বারের মতো এমপি নির্বাচিত করায় প্রধান অতিথি সকল শিক্ষক , বিদ্যালয় পরিচালনা কমিটি অভিভাবক
প্রতিনিধি ও শিক্ষার্থী অভিভাবক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র
কোরআন তেলাওয়াত অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন অত্র
বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মীর ইখলাছুর রহমান । দোয়া শেষে ১৬৪ জন এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রদান করা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও
সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।#