শায়েস্তাগঞ্জে করোনা উপসর্গে প্রাণ আর এফ এলের সেল্স অফিসারের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০২০

হবিগন্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গে আক্রান্ত (সর্দি, জ্বও, কাশি, শ্বাসকষ্ট) সুমন মোহন্ত (২৯) নামে একটি বেসরকারি কোম্পানীর সেল্স অফিসারের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। নিহতের বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী।

সুমন মোহন্ত আরএফএল কোম্পানীর ইটালিয়ানো গ্রুপে সেল্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল ছিল শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়- সুমন মোহন্ত গত কয়েকদিন যাবত করোনা উপসর্গে ভোগছিলেন। বিষয়টি গোপন রেখে বাসায় ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে আসা স্ত্রী, স্বজনরা রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রাইভেট গাড়ীতে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার মেয়রের কাছ থেকে শুনেছি এবং নিহত ব্যক্তি যে বাসায় থাকতেন সেই বাসার অন্যান্যদের হোম কোয়ারেন্টাই নিশ্চিত করার জন্য থানা পুলিশকে অবগত করেছি।




error: Content is protected !!