লালমোহন (ভোলা) প্রতিনিধি :
বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মধ্যে ভোলা জেলা খান খাল, বিল, নদী-নালা,ডোবা অনেকটা বেশি । তাই আমাদের দেশে দুর্ঘটনার হারও বেশি । সাঁতার জানা থাকলে পানিতে পড়ে গেলেও সাঁতার কাটে রক্ষা পাওয়া যায়।
অভিবাবকরা শিশুদেরকে পুকুর, খাল, বিল, নদী-নালার কাছাকাছি যেতে না দেয়া, শিশুদের কে সবসময় বড়দের তত্ত্বাবধানে রাখা জরুরী। শিশুদের কে সাঁতার শেখানো জরুরী। শিশুরা পানিতে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসো । অভিভাবকের অসচেতনার কারণে শিশুদের মৃত্যুর হার অনেক বেশী। চলতি বছরে লালমোহন থানায় ১৭টি অপমৃত্যুর মামলা দায়ের হয়, এরমধ্যে ৯টি পানিতে ডুবে অপমৃত্যুর মামলা।
ভোলার লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্ক এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ জহিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোয়েব হোসাইনসহ পৌরসভার কাউন্সিলরগণ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ।