শুধু ভালো রেজাল্ট করলে হবে না, শিক্ষার্থীদের উচুঁমনের মানুষ হতে হবে: নীলফামারী সৈয়দপুরে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী,
এ জি মুন্না, নীলফামারীঃ
শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না। উচুঁমনের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আর এজন্য ছোটবেলা থেকেই সেই মানসিকতা গড়ে তুলতে হবে। মানুষের মত মানুষ হতে না পারলে শুধু শিক্ষা দিয়ে সব কিছু অর্জন করা সম্ভব না।
সোমবার (১৪ মার্চ) রাতে জেলার সৈয়দপুরে সরকারী বিজ্ঞান কলেজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আধুনিক পদ্ধতি অনলাইনে শিক্ষাথীদের সংযোজন করে পাঠদানে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বে শিক্ষার ব্যাপক উন্নয়ন ও বিজ্ঞানভিত্তিক মানসম্পন্ন পাঠদানে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও বিজ্ঞানমনস্ক হতে হবে। তবেই শিক্ষার্থীরা যুগের সাথে তাল মেলাতে পারবে।
এই সরকারের আমলে প্রযুক্তি ও শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রতিটি শিক্ষার্থীদের সোনার মানুষ হবে হবে। আর এর কারিগররা হবেন শিক্ষক। তাই সকলকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে তাই এখানে আসার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। সময় পেলে এই প্রতিষ্ঠানে আরো আসবো।
তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানগুলো ভালো করছে তাদের তালিকা করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্ভুত করা হবে। এবার এই প্রতিষ্ঠান থেকে অনকেগুলো শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শোনা ও জানার আছে। তাই সময় করে তাদের সাথেই শুধু কথা বলার জন্য আসবেন বলেও তিনি জানিয়েছেন।
সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুকের সভাপতিত্বে মত বিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান,মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহেদুল খবির চৗধুরী, সাবেক অধ্যক্ষ ডঃ আমির আলী আজাদ সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন উপস্থিত ছিলেন।