শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন বলেই দেশ আজ একের পর এক গৌরবময় স্বীকৃতি অর্জন করছেন – এমপি শাওন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২১

এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন থানা পুলিশের আয়োজনে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করেছে । রোববার বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে বঙ্গবন্ধু মঞ্চে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করি এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। রাষ্ট্র নায়ক শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন বলেই দেশ আজ একের পর এক গৌরবময় স্বীকৃতি অর্জন করছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাষ্ট্রনায় কচিত গুণে দেশ আজ এগিয়ে চলছে অবিরাম গতিতে। বঙ্গবন্ধুর স্বপ্ন রূপায়নই বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল নতুন অধ্যায়। শেখ হাসিনা দেশবাসীকে কেবল স্বপ্ন দেখান না, তিনি সকল স্বপ্ন বাস্তবায়ন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল উকিল, মুক্তিযুদ্ধা সেকেন্ড কমান্ডার শাহাজাহান মিয়া প্রমূখ।




error: Content is protected !!