শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বেজুড়ে রোল মডেল: এমপি শাওন

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বেজুড়ে রোল মডেল হিসেবে
স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে
সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার। যার ফলে বাংলাদেশের শিক্ষা
ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। শিক্ষার অগ্রগতি ও
প্রসারের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও
বেগবান হচ্ছে।
সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা
অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
করোনাকালে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে
ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকদের সঙ্গে এক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন
এসব কথা বলেন।
এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) পল্লব কুমার হাজরা, উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা আক্তারুজ্জামান মিলন, লালমোহন প্রেসক্লাব
সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।




error: Content is protected !!