আলী আজীম,মোংলাঃ
যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার(১৬ডিসেম্বর) সরকারী টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে।দিবসটি পালনের লক্ষ্যে স্কুল এন্ড কলেজের পক্ষ হতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়।সকাল ১০ টায় কর্মসূচির অংশ হিসেবে সরকারী টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন-এর নেতৃত্বে কলেজের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, কর্মচারীরা এক বিশাল বিজয় র্যালিতে অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মোংলার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পন শেষে অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন এর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন তার বক্তব্যে বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা। তিনি আরও বলেন বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব ও উন্নয়নের সরকার। এ সরকার আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিনত হবে।তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে কাজ করতে হবে। আমরা এখন আর তলাবিহিন ঝুঁড়ি নই। উন্নয়নে আমরা এখন এশিয়ার রোল মডেল। আমাদের গার্মেন্টস শিল্প এখন পৃথিবীর দ্বিতীয় স্থানে রয়েছে।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।