সাওঘাট সিএনজি স্ট্যান্ডে কেউই মানছে না স্বাস্হ্যবিধি, সিএনজি চালকরা উদাসীন।

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মোঃ শৌভন আহম্মেদ সবুজ,রুপগন্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

গাউছিয়া বাজার সংলগ্ন সাওঘাট সিএনজি স্ট্যান্ডে কেউই মানছে না সরকারি বিধিনিষেধ ওস্বাস্হ্যবিধি। বেপোরোয়া ভাবে সরকারি বিধিনিষেধ ও সামাজিক দুরত্ব না মেনেই চলছে যাত্রী বোঝাই করার প্রতিযোগিতা। সাওঘাট থেকে আড়াইহাজার বাজার পর্যন্ত রাস্তা সিসি ঢালাই এর কাজ সম্পন্ন হয়েছে। এতে করে সিএনজি ও অটোরিকশা চালকরা আরো বেপোরোয়া হয়ে উঠেছে। এই রাস্তায় দিনে প্রায় দেড়শোর বেশি সিএনজি ও অটো রিকশা চলাচল করে ।আর দিনে হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। তাদের মধ্যে বেশির ভাগই গার্মেন্টস শ্রমিক। সকলেই একরকম গাদাগাদি করেই চলাচল করছে প্রতিনিয়ত। এতে করে করোনা বিস্তারের ঝুঁকি দিনদিন বেড়েই চলেছে। প্রতিটা যাত্রী বহনের উপর সরকারি বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না কোনো সিএনজি ও অটোরিকশায়। সরোজমিনে গিয়ে দেখাযায় একটা সিএনজি তেও নাই সুরক্ষা সামগ্রী।এতে করে চালক সহ যাত্রী সবাই আছে ঝুঁকির মধ্যে।

এবিষয়ে কথা বললে এক সিএনজি চালক জানান যাত্রীবহনে বিধিনিষেধের কথা থাকলেও তা কেবল খাতা পত্রেই বিদ্যমান। মাঠ পর্যায়ে নেই কোনো প্রশাসনিক অভিযান। কঠোর ভাবে বিধিনিষেধ বাস্তবায়িত হলে এমন উদিসীন আর কেউ থাকতো না।

মাঝে মাঝে প্রশাসনিক তৎপরতা হলেও কোনো এক অদৃশ্য শক্তির বলে পরে আবার সব মিলিয়ে যায়। এনিয়ে শংকার মধ্যে আছেন এলাকাবাসী। তাই দ্রুত ও যুগোপোযগি বাস্তবমুখী ব্যাবস্হা না নিলে পরবর্তীতে করোনা ভয়াবহ রূপ দেখতে হতে পারে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল।




error: Content is protected !!