সারাদেশ ন্যায় মুন্সীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠেছে শিক্ষা প্রতিষ্ঠান।

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,

সারাদেশ ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দীর্ঘ ৫৪৩ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি সিদ্বান্ত অনুসারে গতকাল রবিবার সকালে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকরা উৎসব মুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পুর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে ভিতরে প্রবেশ করানো হয়। হাত ধোয়া সহ মাস্ক বিতরন করা হয় শিক্ষার্থীদের। প্রতিটি ক্লাসে সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের বসানো হয়। এদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়য়ে সকালে প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়। দীর্ঘ দিন পরে প্রিয় বিদ্যাপীঠে ক্লাসে ফিরে আমরা নতুন জীবন ফিরে পেলাম জানান শিক্ষার্থীরা। দুপরে ইছাপুরা ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ সময় তিন শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শ করেছি। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা কার্যক্রম থেকে শুরু হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ জানান, উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং হাজী আবুবকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছি। স্বাস্থ্য বিধি মেনে সরকারী সিদ্ধান্ত মোতাবেক শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে পাঠদান কার্যক্রম আনন্দগন ও মনোরোম পরিবেশে পরিচালিত হয়েছে। উল্লেখ গেল বছরের মার্চ থেকে এ বছরের সেপ্টেম্বর। টানা ১ বছর ৫ মাস ২৬ দিন পর ১২ সেপ্টেম্বর থেকে খুলেছে সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস করে শিক্ষার্থীরা। মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাই কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ না থাকায়। শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষার্থীরা আবেগ-আপ্লিত হয়ে পড়েছে । উৎসবমুখর পরিবেশ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠান




error: Content is protected !!