সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক রোজিনা কে নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ।
হাবিব হাসান মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি,
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুন্সিগঞ্জ সিরাজদিখান প্রেসক্লাব।
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিক নেতারা। এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজদিখান প্রেসক্লাবের উপদেষ্টা, লেখক ও গবেষক ড. সাইদুল ইসলাম খান, প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক কবির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ আরো অনেক সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার সিরাজদিখান প্রেসক্লাব ভবননের প্রধান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের সঞ্চালনায়
বক্তারা আরো ও বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান সাংবাদিকনেতারা