সিরাজদিখানে কোলা ইউনিয়নে তিন ফসলি জমির মাটি ভেকু দিয়ে কাটার হিড়িক
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষি জমির মাটি কাটা। প্রশাসনকে ফাঁকি দিয়ে দিনে-রাতে ফসলি জমির মাটি কেটে বাড়ি ও পুকুর করা হচ্ছে । এতে দিন দিন কমে যাচ্ছে কৃষিজমি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন কৃষকেরা।
গতকাল মঙ্গলবার দেখা গেছে, উপজেলার কোলা ইউনিয়নের তিন ফসলি জমির মাটি কেটে কেউ বিক্রি করছে আবার কেউ বাড়ি বানাচ্ছে । ভেকুর মাধ্যমে এমনভাবে মাটি কাটছে যে, একটু বৃষ্টি হলেই পাশের কৃষিজমি ভেঙে পড়বে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। অন্যদিকে লাভবান হচ্ছে মাটির ব্যবসায়ীরা।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোলা ইউনিয়নে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমির মাটি কাটার হিড়িক পড়েছে। বিরতারা থেকে সিরাজদিখান যাওয়ার পথে খোবিপাড়া ও রুখিতপাড়া ব্রিজ সংলগ্ন ৩৫ শতাংশ ফসলি জমি কেটে বাড়ি করবে বলে জমির মালিক মোঃখোকা মোল্লা(৬৫ ) পিতা, মৃতঃসমির মোল্লা জানান,
এ বিষয়ে জমির মালিকের কাছে শ্রেনী পরিবর্তনের অনুমোদন ভূমি অফিস থেকে নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন
কোন অনুমোদন নেওয়া হয়নি এ বিষয়ে আমার জানা নাই, রশুনিয়া ভূমি অফিসের সহকারী (নায়েবের) কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে তো কেউ জানায়নি আপনাদের মাধ্যমে জানতে পারলাম এখনি আমি অফিস থেকে লোক পাঠাচ্ছি, আইনি ব্যবস্থা নিচ্ছি।
ভূমি অফিস থেকে এসে মাটি কাটা বনধ করে দেওয়ার পরের দিনও মাটি কাটা হচেছ,আবার নায়েব সাহেব কে ফোন করে জানতে চাইলে আপনারা কি মাটি কাটার অনুমোদন দিয়েছেন তিনি বলেন মাটি কাটা তো বনধ করে দিয়ে আসচছি অনুমোদন দিবো কি করে, তাহলে আবারো মাটি কাটচেছ আমি তো জানি না এখনি ব্যবস্থা নিচ্ছি, সাধারন জনগনের মনে প্রশন বন্ধ করে দেওয়ার পরেও মাটি কাটার সাহস পায় কি করে তাহলে কি প্রশাসন দুর্বল।