সিরাজদিখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত।
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
এসো হে বৈশাখ, এসো এসো, এমনি নানা শ্লোগানে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে ১৪ ই এপ্রিল বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা ইউএনও পার্কে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। সিরাজদিখান উপজেলা প্রশাসন আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং উপজেলা শিল্পকলা,অগ্নিবীনা শিল্পী গোষ্ঠী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ গ্রহণ করেন। এ বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃমইনুল হাসান নাহিদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান এড,তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন,রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড,আবু সাইদ,সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান থানা পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আজগর আলী,অগ্নিবীনা ললিত কলা একাডেমির সভাপতি মোঃ আমিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হওয়া উল্লাসিত সাধারণ জনগণ।