সিলেটের ওসমানী নগরে বন্যাদুর্গত ২শতাধিক পরিবারের মধ্যে লেখক মানিকচাঁনের ঈদ উপহার বিতরণ৷

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

 

স্টাফ রিপোর্টারঃ অকাল বন্যায় দূর্গত বিপন্ন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এবার সমাজের দুস্থ, অসহায়, ছিন্নমূল এবং নিম্ন আয়ের প্রায় ২শতাধিক পরিবারের সদস্যদের মাঝে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট লেখক ও সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মানিক চাঁন৷ সিলেট জেলার ওসমানী নগর থানার উত্তর কালনীরচর গ্রামে ৭ জুন বৃহস্পতিবার দুপুরে বিশিষ্ট এই লেখকের পক্ষথেকে সুবিধাভোগী বন্যা দূর্গত বিপন্ন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিশিষ্ট সংগীত অনুরাগী ও তরুণ সমাজ সেবক শাহ্ শিবলু পাগলা৷ এসময় উপস্থিত ছিলেন উত্তর কালনীরচর ভাই ভাই একতা যুব সংঘের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ উল্লেখ্যঃ ২০২২ সালে এবারের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জের নবীগঞ্জে বন্যদূর্গত বিপন্ন মানুষের মধ্যে লেখক মানিকচাঁন ইতিপূর্বে কয়েক শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন৷এই মানবিক কাজের জন্য সুবিধা ভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন৷




error: Content is protected !!