সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে নন্দীগ্রামে ওলামা পরিষদের বিক্ষোভ

প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতা।
শুক্রবার (৭ জুলাই) আছরের নামাজ শেষে নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ চত্বর থেকে উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাজমুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক শামীম হোসেন ও ওমরপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোশাররফ হোসেন প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন, উপজেলা ওলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক।



error: Content is protected !!