সুতাং থিয়েটারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

সৈয়দ শাহান শাহ্ পীর ||
গতকাল অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং থিয়েটার।

জানাযায়, গতকাল রাত ১২ টা ১ মিনিটে ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সুতাং থিয়েটার জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অমর একুশের মর্মবাণী, আলোচনা, বক্তৃতা, পুষ্পস্তবকের মাধ্যমে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করে।

এসময় উপস্থিত ছিলেন, থিয়েটারের সহ সভাপতি মোঃ শাহীন আহমেদ, থিয়েটারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং নুরপুর ইউনিয়নের আওয়ামিলীগ সভাপতি মোঃ ইছহাক আলী সেবন। শায়েস্তাগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, গিয়াছ উদ্দিন মখলীছ, সৈয়দ শাহান শাহ্ পীর, সৈয়দ মাসুক ভান্ডারী, শেখ আবিদুর রহমান বাদশা, মোঃ তাহীর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম। থিয়েটারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক মোসাংগীর আলম, মোঃ রহিম খাঁন, জহিরুল ইসলাম সুজন, আমিরুল ইসলাম চৌধুরী তুহিন, গাজিউর রহমান রানা, মুজিবুর রহমান উদয়, আশিক, বিপ্লব চন্দ্র, নাজমুল, রাজু, তানিম, আদিপ, সেফাজ, সৈয়দ আলম, এস এম বকুলসহ অগনিত একুশ প্রেমিক।




error: Content is protected !!