সুতাংয়ে কালভার্টের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল 

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২
সৈয়দ শাহান শাহ পীর ||  শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংয়ে কালভার্টের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল।
জানাযায় , উক্ত উপজেলার
 সুতাংশাহজীবাজার,  সুরাবই,  পুরাসুন্দা, লাদিয়া, লালচান্দ, রমাপুর, ঢেউয়াতলী গ্রামের, বিশেষ করে লালচান্দ  চা  বাগানের একমাত্র সড়কটি ঢাকা – সিলেট  মহাসড়কের উপর দিয়ে বয়ে গেছে।  কিন্তু আজ দীর্ঘদিন যাবত সুরাবই নামক স্থানে সড়কে একটি কালভার্টের মাঝখানে গর্ত সৃষ্টি হওয়ায় ৬/৭টি গ্রামের হাজার – হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অন্যদিকে যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছে। এছাড়া এসড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী, হাটবাজারের ক্রেতা – বিক্রেতা এবং আলীপুর শিল্পাঞ্চলের শত- শত কর্মকর্তা – কর্মচারীরা যাতায়াতে ভোগান্তি হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে কালভার্টি মেরামত করে নিরাপদ জীবনের চলাচলে কর্তৃপক্ষ এগিয়ে আসবেন বলে জোর দাবি উঠেছে।



error: Content is protected !!