সুতাংয়ে প্রাণঘাতী বণ্য হিংস্রপ্রাণীর তান্ডব

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

অপরাধ ডেস্ক, শাহান শাহ্ পীর; হবিগঞ্জ জেলার রঘুনন্দন পাহাড়ের প্রাণঘাতী বণ্য হিংস্র পশু প্রাণীর তান্ডব চলছে সুতাংয়ে।

জানাযায়, আজ প্রায় ৫/৬ মাস যাবত রঘুনন্দনের পাহার থেকে নেমে আসা প্রাণঘাতী বণ্য হিংস্রপ্রাণী পশু শুঁকুরের তান্ডব-উপদ্রবে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংপুরাসুন্ধা গ্রাম ও সুরাবই গ্রামের কৃষকদের পুরাসুন্ধা-সুরাবই গ্রাম এলাকায় অবস্থিত বাশঁঝাড়,গাছবাগান, শাক-সবজি ক্ষেতসহ বিভিন্ন জাতের ফসলি জমিতে প্রায় প্রতিরাতেই রঘুনন্দন পাহাড় থেকে শত শত শুকুরের দল নেমে এসে উল্লিখীত ফসলি জমির বাশঁগাছ, শাক-সবজি এবং বিভিন্ন জাতের ফসল ক্ষতি করে আসছে। এভাবেই রাতের পর রাত ফলন্ত ফসলি জমি ক্ষতি করে শুকুরের দল সূর্য ঊঠার আগেই পাহাড়ে উঠে আশ্রয় নেয়। আর প্রতিরাতেই কৃষকরা রাতের ঘুম হারাম করে জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দিচ্ছে কিন্তু কিছুতেই ফসলি জমির উপর থেকে শুকুরের অত্যাচারের ক্ষতি থেকে মুক্তি পাচ্ছেন না। এ ব্যাপারে কৃষক মোঃ দুলাল মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ এনাম মিয়া, মোঃ কুদ্দুস মিয়া, মোঃ শের আলী মিয়া গং (প্রায় শতাধিক কৃষক) এ প্রতিনিধীকে জানান, আমাদের ৫/৬ মাসে প্রায় কোঁটি টাকারও অধিক ফসল ক্ষতি করে ফেলেছে শুকুরের দল কামড়িয়ে এবং খেয়ে । এমনকি হঠাৎ কোন্দিন আমাদের বসত বাড়িতেও হামলা করে মানুষের প্রাণনাশ করতে পারে বলে আশংকা রয়েছে। উল্লেখ্য, এ ব্যাপারে স্থানীয় রঘুনন্দন ফরেষ্টের কর্মকর্তার সাথে এলাকাবাসী যোগাযোগ করলে শুকুরের উপদ্রব থেকে মুক্তি পাবেন বলে আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্তও কোন ব্যাবস্থা নিচ্ছেন না।

তাই এ ব্যাপারে হবিগঞ্জ জেলাধীন বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাগণের নজর দেয়া খুবই জরুরী হয়ে পরেছে।




error: Content is protected !!