মোঃ ইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী : জেলার সেনবাগে মৃত্যুর ২ মাস ১৮ দিন পর রোমানা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভিষ্টিকেশন (পিবিআই)। উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের আকু আলী মিঝি বাড়ির পারিবারিক কবরস্থানে থেকে সোমবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে তার লাশ উত্তোলন করা হয়।
এসময় নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈকত রায়হানের উপস্থিতিতে পিবিআই’র নোয়াখালী ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন পাটোয়ারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। রোমানার লাশ উত্তোলনের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে শতশত নারী ও পুরুষ সেখানে ভিড় জমায়। এ সময় পরিবারের স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পুলিশ ব্যুরো অব ইনভিস্টিকেশন (পিবিআই) ওসি মামুন পাটোয়ারী জানান, ২০২০ সালের ১৮ ডিসেম্বর সেনবাগ উপজেলা উত্তর মোহাম্মদপুর ইউপির করিম মাষ্টার বাড়ির সৌদি প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী এক সন্তানের জননী রোমানা আক্তারের মৃতদেহ সন্ধ্যায় তার শ্বশুর বাড়ি নিজ শয়ন কক্ষ থেকে পুলিশ উদ্ধার করে। এরপর রোমানার ভাই সুরুজ মিঞা প্রকাশ সবুজ নোয়াখালীর বিচারিক আদালতে ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেনবাগ থানা পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট আদালতে দাখিল না করায় পুনরায় ময়নাতদন্তের জন্য পিবিআইকে লাশ কবর থেকে উত্তোলন করাল আদেশ দেন বিচারিক আদালত।
আদালতের আদেশের ভিত্তিতে পিবিআই সোমবার লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য নোয়াখালীর জেনারেলের হাসপাতালের মর্গে প্রেরণ করে।