মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ছেলের শ্বশুর বেয়াইয়ের কবর খুড়ে দাফনের পর নিজ বাড়িতে ফেরার পথে মোঃ নুরুল হক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পলতি সাতবাড়ীয়া পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে।
নিহত নুরুল হক উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের পূর্বপাড়া মৃত ইসমাইল হোসেনের ছেলে প্রকাশ কবির হুজুরের বাবা।নিহতের মেয়ের জামাই শাহ আলম জানান, বুধবার (১১ মে) দুপুরে ছোট ছেলে ছালে আহম্মদের শ্বশুর আবদুর রাজ্জাকের মৃত্যুর খবর শুনে নিহত নুরুল হক তার শাবল, টালি সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে বেয়াইয়ের কবর খোড়ার জন্য উপস্থিত হন একই ইউনিয়নের পলতি সাতবাড়ীয়া বেয়াইর বাড়িতে। বেয়াইয়ের জন্য কবর খুড়ে তাকে মাটি দিয়ে সন্ধ্যায় নিহত নুরুল হক (৬৫), তার ছোট ভাই আবদুল মমিন (৬৩), জামাই শাহ আলম (৩৫), মেয়ে জাহানারা বেগম (২৮), নাতি আবু সুফিয়ান (৩) সহ ৫ জন ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী ফেরার পথে সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পলতি সাতবাড়ীয়া পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে পৌঁছলে গাড়িটি উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে সকলে আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সেনবাগ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ঠ সরকারি হাসপাতালে ভর্তি করান । এরপর বুধবার রাত সাড়ে ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।